ঈদের সিনেমার নায়িকারা

ছবি: সংগৃহীত | ডিজাইন: দোয়েল বিশ্বাস

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। ইতোমধ্যে ঈদের সিনেমা মুক্তির হিসাব শুরু হয়ে গেছে। জানা যাক এবারের ঈদের সিনেমার নায়িকাদের কথা।

এই ঈদে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত বড় বাজেটের সিনেমা 'দাগি'। এতে নায়িকা হিসেবে আছেন দুজন। একজন তমা মীর্জা, অপরজন সুনেরাহ বিনতে কামাল। 'সুড়ঙ্গ'র তমা মীর্জাকে বড় পর্দার দর্শকরা নায়িকা হিসেবে দেখবেন। মাঝে ওয়েবে অভিনয় করলেও সিনেমায় তিনি কিছুটা বিরতি নিয়েছিলেন।

তমা মীর্জা দ্য ডেইলি স্টারকে বলেন, ঈদের নায়িকা হিসেবে রূপালি পর্দায় থাকছি। আমার বিশ্বাস দর্শকরা ভালো সিনেমা পেতে যাচ্ছেন। 'দাগি' সবার মনে দাগ কাটবে।

এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকেও।

এদিকে ঢাকাই সিনেমার বড় সুপারস্টার শাকিব খানের সিনেমা 'বরবাদ' মুক্তি পাচ্ছে এই ঈদে। এতে নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল। মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমা দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকাই সিনেমায় নায়িকা হয়ে দর্শকদের সামনে আসবেন ভারতীয় নায়িকা ইধিকা পাল।

শবনম বুবলি গত ঈদেও নায়িকা হিসেবে রূপালি পর্দায় ছিলেন। বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন। এবারও তিনি ঈদের সিনেমার নায়িকা হয়ে আসছেন। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল 'জংলি' সিনেমা মুক্তির কথা। এবারের ঈদে 'জংলি' মুক্তি পাচ্ছে। জংলি সিনেমার কলাকুশলীরা বলছেন, বড় চমক নিয়ে ঈদে 'জংলি' মুক্তি পাচ্ছে। বুবলিকেও নতুন চরিত্রে দেখা যাবে।

'জংলি' সিনেমায় নায়িকা হিসেবে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। তাকেও নতুনভাবে দেখা যাবে।

ডেইলি স্টারকে দীঘি বলেন, অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমা জংলি। সব শ্রেণির দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

'জ্বীন' সিনেমার তৃতীয় সিক্যুয়াল মুক্তি পাচ্ছে এবারের ঈদে। নাম 'জ্বীন থ্রি'। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে নায়িকা হিসেবে আছেন নুসরাত ফারিয়া। অনেকটা বিরতির পর নায়িকা হিসেবে ঈদের সিনেমায় থাকছেন তিনি।

সঞ্জয় সমদ্দারের সিনেমা 'ইনসাফ' মুক্তির কথা রয়েছে এবারের ঈদে। নায়িকা হিসেবে আছেন তাসনিয়া ফারিণ। এই সিনেমায় শরিফুল রাজ ও মোশাররফ করিমও অভিনয় করেছেন।

মিজানুর রহমান লাবু পরিচালনা করেছেন নতুন সিনেমা আতরবিবিলেন। এতে নায়িকা হিসেবে আছেন ফারজানা সুমী।

এখন পর্যন্ত যদিও এই সিনেমাগুলোর নামই শোনা গেছে, তবে, শেষ পর্যন্ত তালিকায় আরও কিছু নতুন সিনেমাও যুক্ত হতে পারে।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago