দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার

Neymar

চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন নেইমার। সম্প্রতি সৌদি আরবের আল-হিলাল থেকে শৈশোবের ক্লাব সান্তোসে পাড়ি দেওয়া ফরোয়ার্ডকে নিয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল দিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় চোট পান নেইমার। এরপর লম্বা সময়ের জন্য বাইরে চলে যান ৩৩ পেরুনো তারকা। সান্তোসে ফিরে খেলায় নামার পর এবার আন্তর্জাতিক ফুটবলেও ফিরতে যাচ্ছেন তিনি।

সান্তোসের হয়ে সাত ম্যাচ খেলে চারটিতে ম্যাচ সেরা হন নেইমার। এই পারফরম্যান্সে কোচ দরিভালের নজর কাড়েন এই তারকা। ১২৮ ম্যাচ খেলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করে পেলেকে ছাড়িয়ে যান নেইমার।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। পাঁচদিন পর তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে। বাছাইপর্বে বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ছয় দল।

ব্রাজিলের স্কোয়াড: 

গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এডারসন।

ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মাগালেস, গুইলেহরমো আরানা, লিও অরটিজ, মার্কিনিউস, মুরিল্লিও, ভেন্ডারসন, ভেসলি।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, জয়েলিন্টন, ম্যাথিউস কুনা, নেইমার জুনিয়র।

ফরোয়ার্ড: এস্টাবো, জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, সাবিনহো, ভিনিসিয়ুস জুনিয়র।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

58m ago