কোচিং আকাঙ্ক্ষা নিয়ে আকিবকে 'জোকার' বললেন গিলেস্পি

পাকিস্তানের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদকে তীব্রভাবে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। সামাজিক যোগাযোগমাধ্যমে আকিবকে 'জোকার' বলে অভিহিত করেছেন এই অস্ট্রেলিয়ান।
ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর সংক্ষিপ্ত সংস্করণে গ্যারি কারস্টেন ও টেস্টে জেসন গিলেস্পিকে কোচ বানিয়েছিল পাকিস্তান। কিন্তু কিছু দিন যেতেই এই দুই কোচ পদত্যাগ করেন। এ নিয়ে গিলেস্পি অভিযোগ করেছেন যে আকিব গোপনে কাজ করে সব ফরম্যাটের কোচিং দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অস্ট্রেলিয়ান লিখেছেন, 'আকিব পরিষ্কারভাবে গোপনে গ্যারি এবং আমার বিরুদ্ধে কাজ করেছে, সব ফরম্যাটের কোচ হওয়ার জন্য প্রচারণা চালিয়েছে। সে একটা জোকার।'
অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি গত এপ্রিলে পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন, কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে মাত্র আট মাসের মধ্যেই পদত্যাগ করেন। তার বিদায়ের কিছুদিন আগে কারস্টেনও দায়িত্ব ছেড়ে দেন।
এদিকে আকিবকে শুরুতে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো স্থায়ী কোচের নাম ঘোষণা না করায়, তিনি আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরেও এই দায়িত্ব পালন করবেন।
আকিবের অধীনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে সবার আগেই বিদায় নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি কারণে কোনো ফলাফল হয়নি।
সম্প্রতি পাকিস্তান দলে বারবার কোচ ও নির্বাচক পরিবর্তন নিয়ে কথা বলেন আকিব। এ ধরনের অস্থিরতা দলের পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্ত করছে বলে জানান। মাত্র দুই বছরে পাকিস্তান ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন দলকে অস্থির করছে জানিয়ে বলেন 'এত বেশি পরিবর্তনের মাধ্যমে কোনো দলই সফল হতে পারে না। স্থিতিশীলতা থাকা জরুরি।'
Comments