মাহমুদউল্লাহকে ছাড়িয়ে রাচিনের অনন্য কীর্তি

বাংলাদেশের বিপক্ষেই সেঞ্চুরি তুলে মাহমুদউল্লাহ ছুঁয়ে ফেলেছিলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। আর বুধবার সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি সেঞ্চুরি তুলে মাহমুদউল্লাহকে পেছনে ফেলে অনন্য উচ্চতায় উঠলেন এই কিউই তারকা।

নিজেদের সবগুলো সেঞ্চুরিই করেছেন আইসিসি ইভেন্টে রাচিন ও মাহমুদউল্লাহ। এই কীর্তিতে ক্রিকেট ইতিহাসেই আছেন তারা দুইজন। ওয়ানডে ক্যারিয়ারের চারটি সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। যার তিনটি বিশ্বকাপে ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার মতো বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি বেশি করলেন রাচিন।

প্রোটিয়াদের বিপক্ষে এদিন দুর্দান্ত ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। যদিও শুরুতে কিছুটা ধীরগতিতে ব্যাটিং করেন। পরে হাত খোলা শুরু করেন, বিশেষ করে মার্কো ইয়ানসেনকে টার্গেট করে এক ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের আধিপত্য দেখিয়ে দেন। বিধ্বংসী মেজাজে তো উইয়ান মুল্ডারকে এক ওভারে তিনটি চার মারেন। শেষ পর্যন্ত খেলেন ১০৮ রানের ইনিংস।

রাচিনের ৩২টি ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে সেঞ্চুরির সংখ্যা হলো পাঁচটি। এর তিনটি করেন ভারতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে করলেন দুটি। অন্যদিকে মাহমুদউল্লাহ ২০১৫ বিশ্বকাপে দুটি করার পর ২০১৯ বিশ্বকাপে করেছিলেন একটি। মাঝে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি সেঞ্চুরি পান তিনি।

আইসিসি ইভেন্টে রাচিনের গড়ও ঈর্ষনীয় - ৬৭.০০। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে রবীন্দ্রের এই ব্যাটিং গড়। ১৩ ইনিংসেই করেছেন ৮০৪ রান, যেখানে রয়েছে পাঁচটি শতক ও দুটি অর্ধশতক। এই পরিসংখ্যান অনুযায়ী, অন্তত ৭৫০ রান করা ৮০ জন ব্যাটসম্যানের মধ্যে এটি সর্বোচ্চ গড়।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

1h ago