কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর

Mahmudullah
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

শুধু বাংলাদেশ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সবচেয়ে অভিজ্ঞ দুইজন খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ছিলেন অন্যতম। দুই মাঠে তার প্রমাণ রাখতে পারেননি কেউ। এরমধ্যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তখন থেকেই আলোচনা একই পথে হাঁটতে পারেননি মাহমুদউল্লাহও।

তবে এমন কিছু না করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই অভিজ্ঞ তারকা। বিষয়টি নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার-এর সূত্র।

বিসিবির সূত্র জানিয়েছে, ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ নিজেই বোর্ডকে অনুরোধ করেছেন যেন তাকে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় রাখা না হয়। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় ২২ জনের একটি প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা উপস্থাপন করা হয়, যা এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই তালিকায় মাহমুদউল্লাহকে 'বি' ক্যাটাগরিতে রাখা হয়েছিল।

তবে মাহমুদউল্লাহ বিসিবিকে অনুরোধ করেছেন যেন ফেব্রুয়ারির পর থেকে কেন্দ্রীয় চুক্তিতে তার নাম বিবেচনা না করা হয়। বিসিবি খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। সেক্ষেত্রে মার্চ থেকে তিনি কেন্দ্রীয় চুক্তির অংশ থাকছেন না।

সাধারণত বিসিবির কেন্দ্রীয় চুক্তি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকে। তবে বোর্ড মাহমুদউল্লাহর অনুরোধ বিবেচনায় নিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, মুশফিকও চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় ছিলেন, কারণ তিনি ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সক্রিয় ছিলেন। তবে ওয়ানডে থেকে অবসর নেওয়ার ফলে তার ক্যাটাগরিতেও পরিবর্তন আসবে অনুমোদিত চুক্তি তালিকায়।

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

10h ago