টি-টোয়েন্টি থেকে বাদ বাবর-রিজওয়ান, ওয়ানডে থেকে শাহিন

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। অন্যদিকে ওয়ানডে দলের রিজওয়ান ও বাবর থাকলেও বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।

মূলত একের পর এক আইসিসির ইভেন্টগুলোতে হতাশাজনক বিদায়ের পর এবার বড় পরিবর্তন এসেছে পাকিস্তান দলে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো সবার আগে বিদায় নেয় তারা। তবে সেই ধাক্কা থেকে কাটিয়ে উঠতে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ পরিবর্তন আনে তারা। আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই সফর।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, সালমান আলী আগাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। আর ডেপুটি করা হয়েছে শাদাব খানকে। সামনের দুটি দুইটি বড় আসরকে লক্ষ্য রেখে এই পরিবর্তন আনে তারা। সেপ্টেম্বরে এশিয়া কাপের পর আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সালমান আগেও পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন— ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি নেতৃত্ব দেন এবং ২-১ ব্যবধানে সিরিজ জেতেন।

পিসিবি আরও জানিয়েছে, রিজওয়ান ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল থাকবেন, কারণ দলটি ধাপে ধাপে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে। আসরটি নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি দলে তিনজন আনক্যাপড খেলোয়াড় সুযোগ পেয়েছেন - আবদুল সামাদ, হাসান নবাজ এবং মোহাম্মদ আলী। অন্যদিকে ওয়ানডে দলে অভিষেক না হওয়া আকিফ জাভেদ ও মোহাম্মদ আলী সুযোগ পেয়েছেন। এরা ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে ও টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন।

আবদুল সামাদ চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে ১৬৬.৬৭ স্ট্রাইক রেটে করেছেন ১১৫ রান। আর চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ১৪৫ রান করেন ১২২.৮৮ স্ট্রাইক রেটে। হাসান নবাজ চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩১২ রান করেছেন ১৪২.৪৭ স্ট্রাইক রেটে।

মোহাম্মদ আলী চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে ২২ উইকেট নিয়ে হয়েছে সর্বোচ্চ উইকেট-শিকারী। এছাড়া চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে নেন ৩ উইকেট। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আকিফ জাভেদ চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ৫ ম্যাচে ৭ উইকেট এবং  চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে ১৫ উইকেট নিয়েছেন।

এদিকে, নিউজিল্যান্ড সফরে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আকিব জাভেদ। তার মূল মেয়াদ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পর্যন্ত ছিল, কিন্তু স্থায়ী প্রধান কোচ নিয়োগের আগ পর্যন্ত তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর মোহাম্মদ ইউসুফ ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তান ওয়ানডে দল:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।

নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দল:

সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নবাজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান নিয়াজি, ওমায়ের বিন ইউসুফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম এবং উসমান খান।

নিউজিল্যান্ড সফরের সূচি:

১৬ মার্চ – প্রথম টি-টোয়েন্টি, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

১৮ মার্চ – দ্বিতীয় টি-টোয়েন্টি, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন

২১ মার্চ – তৃতীয় টি-টোয়েন্টি, ইডেন পার্ক, অকল্যান্ড

২৩ মার্চ – চতুর্থ টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই

২৬ মার্চ – পঞ্চম টি-টোয়েন্টি, স্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন

২৯ মার্চ – প্রথম ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার

২ এপ্রিল – দ্বিতীয় ওয়ানডে, সেডন পার্ক, হ্যামিল্টন

৫ এপ্রিল – তৃতীয় ওয়ানডে, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago