বেটিসের কাছে রিয়ালের হার, আনচেলত্তি বলছেন, ‘বিশাল ধাক্কা’

স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে বড়সড় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসের মাঠে গিয়ে হেরে বসেছে তারা। তাদের হারের দিনে আবার প্রত্যাশিত জয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে অ্যাতলাটিকো মাদ্রিদ। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, এই লিগের এই পর্যায়ে এসে এমন হার তাদের জন্য বড় ধাক্কা।
শনিবার রাতে বেটিসের মাঠে গিয়ে ছন্নছাড়া ফুটবলে ডুবে রিয়াল। ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে গেলেও পরে ২-১ গোলে ম্যাচটি হেরে বসে তারা। এতে করে ২৬ ম্যাচে রিয়াল ৫৪ পয়েন্ট নিয়ে থাকল তিনে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলাটিকো।
ম্যাচ হারের পর প্রতিক্রিয়া জানাতে শুরুতেই আনচেলত্তি বলেন, 'এটা বাজে একটা ম্যাচ।'
'এটা সত্যিই বড় এক ধাক্কা। আমাদের জেগে উঠা দরকার। লিগের এই পর্যায়ে হেরে যাওয়া খুব অপরিসীম ক্ষতি হয়ে গেলো। আমরা ভালো করিনি। প্রথমার্ধে আমরা ২৭ বার বল খুইয়েছি। এটা অনেক বেশি।'
চলতি মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্য ও সম্ভাবনায় ছুটছে রিয়াল। কোপা দেলরের সেমি ফাইনালে রিয়াল সোয়েসিয়াদাদকে ১-০ গোলে হারায় তারা বুধবার। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে লড়বে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
আনচেলত্তি এভাবে খেলতে থাকলে মঙ্গলবার জিততে পারবেন না তারা, 'আমরা যদি এভাবে খেলি, মঙ্গলবার আমরা জিততে পারব না। এটা পরিষ্কার কথা। আশা করছি এটা আমাদের জাগিয়ে দেবে। আমাদের অনেক বেশি সংগঠিত হতে হবে। আমরা আজ যা করতে পারিনি।'
Comments