চ্যাম্পিয়ন্স ট্রফি

আফগানিস্তানের জয় আর অঘটন নয়: শচিন

sachin tendulkar
ছবি: এএফপি

ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছে আফগানিস্তান। আইসিসি আসরগুলোতে সাম্প্রতিক সময়ে দলটির ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা। ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার সেই আলোচনায় যোগ দিয়ে বললেন, আফগানিস্তানের জয়কে এখন আর অঘটন বলার সুযোগ নেই।

সাধারণত ক্রিকেট ঐতিহ্য র‍্যাঙ্কিংয়ের উপরের সারির দলগুলোকে দেখা হয় ভিন্ন চোখে। তাদের বিপক্ষে নিচের সারির দলের জয়কে দেখা হয় চমক হিসেবে।

তবে আইসিসি আসরে নিয়মিত বড় তকমা পাওয়া দলগুলোকে হারিয়ে নিজেদের দাপট দেখাচ্ছে আফগানিস্তান। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তারা ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতন দলগুলোকে হারিয়ে সেমিফাইনালের আশা জাগিয়েছিলো, অস্ট্রেলিয়ার কাছে শেষ মুহূর্তের হারে সেটা অর্জন করতে না পারলে সম্মান কুড়িয়েছে অনেক।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তো সেমিফাইনালেই খেলেছে তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আন্ডারডগ হিসেবে এসে ইংল্যান্ডকে হারিয়ে জাগিয়েছে সেমির আশা।

টানা দুটি আইসিসি ওয়ানডে আসরে ইংল্যান্ডকে হারানো দলটির জয়কে চমক বা অঘটন হিসেবে দেখতে আপত্তি শচিনের। এক্স একাউন্টে টুইট করে শচিন বলেন জয় এখন অভ্যাসে পরিণত হয়েছে আফগানিস্তানের,  'আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থান এখন ধারাবাহিকভাবে স্থিতিশীল বিষয়। তাদের জয়কে আর অঘটন বলার সুযোগ নেই। তারা এটা অভ্যাসে পরিণত করেছে।'

এদিকে আফগানিস্তান নিয়ে প্রশংসায় ভাসছেন অজয় জাদেজা, রবি শাস্ত্রী, ওয়াসিম আকরামের মতন তারকারা। সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান বড় ট্রফি জেতার সামর্থ্য রাখে বলেও মত বিশেষজ্ঞদের।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

56m ago