সফরসূচির বাইরে জুলাই-আগস্টে বাংলাদেশে আসছে পাকিস্তান?

ছবি: এএফপি

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী জুলাই-আগস্টে প্রস্তাবিত সিরিজটি হবে বাংলাদেশের মাটিতে। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কারণ, ইতোমধ্যে দুই দলের টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে টাইগারদের রয়েছে ব্যস্ততা। পূর্ববিরধারিত ভবিষ্যৎ সফরসূচি অনুসারে, আগামী মার্চ-এপ্রিলে ঘরের মাঠে তারা জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এরপর মে মাসে পাকিস্তান সফরে গিয়ে সমান সংখ্যক ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই অংশ নেবে বাংলাদেশ দল। তারপর জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। আর আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে নিজেদের ডেরায় সমান সংখ্যক ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ দুটির মাঝে রয়েছে দুই সপ্তাহের ফাঁকা সময়। তখন তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজন করতে চায় বিসিবি ও পিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'এটি এখন আলোচনার অধীনে রয়েছে। উভয় বোর্ডই এই বিষয়ে ইতিবাচক। সবকিছু চূড়ান্ত হলে এটি ঘোষণা করা হবে। এটি সম্ভবত শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ দুটির মধ্যে অনুষ্ঠিত হবে।'

ভবিষ্যৎ সফরসূচি অনুসারে, জুলাই-আগস্টে পাকিস্তানের দুটি সিরিজ রয়েছে। একটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, আরেকটি নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত সিরিজের আয়োজন চূড়ান্ত হলে, পিসিবিকে তাদের পূর্বনির্ধারিত সফরসূচি পরিবর্তন করতে হবে।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

59m ago