চ্যাম্পিয়ন্স ট্রফি

‘বিপদজনক’ বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার

এই প্রথম বোধহয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক কিছু বললেন কোন ক্রিকেট বিশেষজ্ঞ। ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক মনে করেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ হবে ডার্ক হর্স। বিপদজনক এই দল সেমিফাইনালে জায়গা করে নেবে, এমনকি কাপও জিততে পারে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ বেশ কজন বিশেষজ্ঞের কাছে তাদের প্রেডিকশন জানতে চেয়েছিলো। শুরুতেই জানতে চাওয়া হয় কে করতে পারেন আসরের সর্বাধিক রান।

কে করতে পারেন সর্বাধিক রান

এই উত্তরে বীরেন্দ্রর শেবাগ বলেন, 'আমার মনে হয় বিরাট কোহলি। অনেক দিন রান পায়নি, বড় মঞ্চে করে ফেলবে।'

হার্শা ভোগলে উত্তর, 'শুবমান গিল। সে দারুণ ছন্দে আছে।' একই মত জহির খান, মাইকেল ভন, জয় ভট্টচার্য, পার্থিব প্যাটেল, সাইমি খের, রোহান গাভাস্কার। দীনেশ কার্তিক অবশ্য মনে করেন বিরাট কোহলিই হবে সেই ব্যক্তি।

সর্বাধিক উইকেটশিকারি

শেবাগের মতে এই অর্জন করতেন আফগানিস্তানের রশিদ খান। দীনেশ কার্তিকের মতে কুলদীপ যাদব বা হারিস রউফ নিতে পারেন সবচেয়ে বেশি উইকেট। মাইকেল ভন ও রোহানেরও একই মত। সাইমও শেবাগের মতন রশিদকে দেন ভোট। হার্শার মতে সবচেয়ে বেশি উইকেট পাবেন আর্শদ্বিপ সিং। জয় বেছে নেন শাহীন শাহ আফ্রিদিকে। কারণ, 'ঘরের মাঠে শাহীন নিজেকে প্রমাণ করতে চাইবেন।'

ডার্ক হর্স

দীনেশ কার্তিক, শেবাগ, ভন, সাইমি, পার্থিবের হিসেবে আফগানিস্তান হবে ডার্ক হর্স। বড় বড় দলকে বড় মঞ্চে হারানো সামর্থ্য রাখে তারা। জয় ও হার্শা এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কথা বলেছেন। এখানেই মুরালি সবার বিপরীতে গিয়ে বাংলাদেশের কথা বলেন, 'তারা খুবই বিপদজনক দল।'

সেমিফাইনালিষ্ট

শেবাগ- ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান।

জহির- ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

দীনেশ কার্তিক- ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

হার্শা- অস্ট্রলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান।

মুরালি কার্তিক- ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।

চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন প্রেডিকশনে প্রায় সবাই বেছে নেন ভারতকে। তবে শেবাগ মনে করেন, 'অস্ট্রেলিয়া জিতে যাবে।' মুরালি এক্ষেত্রেও টেনে আনেন বাংলাদেশকে। তার মতে চ্যাম্পিয়ন হতে পারে ভারত বা বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago