ওয়ানডেতে দ্রুততম ৬ হাজারের রেকর্ডে আমলার সঙ্গী বাবর

ছবি: এএফপি

পেসার জ্যাকব ডাফি বল করলেন অফ স্টাম্পের বাইরে। কাভার ও পয়েন্টের মাঝখান দিয়ে চার মারলেন বাবর আজম। এই বাউন্ডারি পাকিস্তানের তারকা ব্যাটারকে দিল আরেকটি দারুণ রেকর্ডের স্বাদ।

ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ৬ হাজার রানের কীর্তি গড়েছেন বাবর। শুক্রবার করাচিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। তিনি ভাগ বসিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাশিম আমলার রেকর্ডে। ৫০ ওভারের ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে দুজনেরই লেগেছে সমান ১২৩ ইনিংস।

আমলার রেকর্ড ভাঙার হাতছানি ছিল ৩০ বছর বয়সী বাবরের সামনে। কিন্তু একই ভেন্যুতে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি আউট হয়ে যান ৬ হাজারি ক্লাব থেকে ১০ রান দূরে থাকতে। এদিন তিনি অপেক্ষার পালা শেষ করেন পাকিস্তানের ইনিংসের সপ্তম ওভারে।

রেকর্ড গড়ার দিনে অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি বাবরের। ডানহাতি ব্যাটার ওপেনিংয়ে নেমে সাজঘরে ফেরেন ২৯ রানে। পিচে পড়ে দেরিতে ব্যাটে যাওয়া ডেলিভারিতে কিউই পেস বোলিং অলরাউন্ডার ন্যাথান স্মিথকে ফিরতি ক্যাচ দেন তিনি। ৩৪ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে চারটি চার ও একটি ছক্কা।

২০১৫ সালের মেতে লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বাবরের। এখন পর্যন্ত এই সংস্করণে ১২৬ ম্যাচ খেলেছেন তিনি। নজরকাড়া ৫৫.৭৩ গড়ে তার রান ৬০১৯। ১৯ সেঞ্চুরির সঙ্গে ৩৪ ফিফটি রয়েছে তার নামের পাশে।

পাকিস্তানের একাদশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। বাকিরা হলেন ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, জাভেদ মিয়াঁদাদ, ইউনুস খান, সেলিম মালিক, মোহাম্মদ হাফিজ ও ইজাজ আহমেদ। ৫০ ওভারের ক্রিকেটে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামাম (১১৭০১ রান)।

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

1h ago