অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৭৭৫

স্টার অনলাইন গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানের আওতায় ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৬৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল এবং দুটি লাঠি 
উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Shammo murder: DU students, teachers besiege Shahbagh Police Station demanding justice

The protesters left the area following a meeting with additional deputy commissioner of Ramna Zone

1h ago