চাঁদপুরের পুরান বাজার থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার

উদ্ধারকৃত অস্ত্রের একাংশ। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় কয়েকটি বাসা ও খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নতুন তৈরি দেশি অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার দুপুরে চাঁদপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জাভেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ ভোররাত ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের অংশগ্রহণে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পুরান বাজারের শ্রীরামদি এলাকার তিনটি বাসা ও একটি খাল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পাশাপাশি যে বাসাগুলোতে অস্ত্রগুলো পাওয়া গেছে সেই মালিকদের নামও প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১১ জানুয়ারি পুরান বাজার এলাকায় দুই দল 'সন্ত্রাসীদের মধ্যে' ব্যাপক সংঘর্ষ, লুটপাট ও হতাহতের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ গত ২৫ জানুয়ারির অভিযানে ১১টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

Suffering mounts as Titumir students resume blockades

Protesters block roads, railways, leaving thousands stranded

15m ago