বিপিএল

এখনো টাকার অপেক্ষায় হোটেলে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

ryan burl
জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল রাজশাহীর হয়ে খেলে পুরোপুরি পারিশ্রমিক পাননি

গতকাল খুলনা টাইগার্স জেতায় টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হয়ে গেছে দুর্বার রাজশাহীর। তবে এখনো তাদের বিদেশি ক্রিকেটাররা দেশের পথ ধরেননি। পারিশ্রমিকের অংশ বুঝে পাননি তারা, বাকি আছে দৈনিক ভাতাও।

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির এক সূত্রে জানা গেছে, বকেয়া টাকা পরিশোধের দাবি তুলে অপেক্ষা করছেন পাঁচ ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ  হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। এদের মধ্যে বার্ল ও হারিসের আজ রাতের ফ্লাইট ধরার কথা। মিগুয়েল কামিন্স থাকবেন ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্তত আরও এক, দুদিন অপেক্ষা করবেন মার্ক দেয়ালও।  ফেরার আগে বাকি থাকা টাকা নিয়ে যেতে চান তারা।

এজেন্টের মাধ্যমে পারিশ্রমিকের বাকি থাকা অংশ অনেক সময় পরেও বুঝে নেন ক্রিকেটাররা। তবে এক্ষেত্রে রাজশাহীর মালিপক্ষকে আর ভরসা করছেন তারা। এদিকে গত দুই সপ্তাহ ধরে কোন দৈনিক ভাতা দেওয়া হয়নি এই ক্রিকেটারদের। বিমানে উঠার আগে দৈনিক ভাতা সব বুঝে নেওয়ার দাবি তাদের।

এছাড়া বার্ল ম্যাচ সেরা হয়ে যে আর্থিক পুরস্কার প্রাপ্য হয়েছিলেন, সেই টাকাও তিনি এখনো পাননি।

খেলোয়াড়দের পাশাপাশি টাকা পাননি দলের কোচিং স্টাফরাও। দলের প্রধান কোন পাকিস্তানি ইজাজ আহমেদ আরও দুদিন বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে। তিনিও টাকা বুঝে নিয়েই ফিরতে চান।

বিপিএলের শুরু থেকে একাধিক দলের খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়া, অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এরমধ্যে পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে জর্জরিত রাজশাহী।

শনিবার বিসিবিতে হাজির হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পারিশ্রমিক না দিলে রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিসিবিকে সহায়তা করবেন তারা।

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago