ইজতেমা মাঠে পড়ল ড্রোন, আতঙ্ক-হুড়োহুড়িতে আহত অন্তত ৪০

বিশ্ব ইজতেমা, টঙ্গী, ড্রোন,
প্রতীকী ছবি

বিশ্ব ইজতেমা মাঠে ওপর থেকে একটি ড্রোনের পতনের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে ধাক্কাধাক্কিতে অন্তত ৪০ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইজতেমা মাঠের মিল গেট সংলগ্ন এলাকায় হঠাৎ ড্রোন পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন মুসল্লিরা বের হওয়ার জন্য হুলস্থূল করে গেটের দিকে ছুটে যান। তখন ধাক্বাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান এবং আহত হন।

তার ভাষ্য, তবে ইজতেমা কর্তৃপক্ষ লাউড স্পিকারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, ওপর থেকে একটি ড্রোন পড়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এরপর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে ড্রোনটি কীভাবে পড়ল বা এটি কার তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।

প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, 'হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। তারপর দেখি আমার পেছনে থাকা মুসল্লিরা আতঙ্কে ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়ি শুরু করেছে। এতে আশপাশের অন্তত ৫০ জনের সঙ্গে আমিও মাটিতে পড়ে যাই।'

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অন্তত ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

6m ago