প্রভাষক নেবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে।

হিসাববিজ্ঞান, চারুকলা বিভাগ ও সংগীত বিভাগে স্থায়ী শূন্য পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, বেতন হবে ২২ হাজার থেকে ৫০ হাজার ৫৩০ এবং ২৩ হাজার ১০০ থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এছাড়া, বিধি অনুসারে অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং বিএড বা এমএড ডিগ্রি থাকতে হবে।
  • এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও এইচএসসি (উচ্চমাধ্যমিক সার্টিফিকেট) পর্যায়ে পাঁচ স্কেলের মধ্যে সিজিপিএ চার পয়েন্ট অথবা প্রথম বিভাগ থাকতে হবে।
  • বিএ (অনার্স) বা মাস্টার্স পর্যায়ে চার স্কেলের মধ্যে একটি প্রথম শ্রেণি অথবা সিজিপিএ তিন দশমিক ২৫ থাকতে হবে।
  • বিএ (অনার্স) ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি বা সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত প্রার্থীদের জন্য এসএসসি বা এইচএসসির শর্ত নমনীয় হবে।
  • শিক্ষা জীবনের যেকোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সিজিপিএ তিনের নিচে গ্রহণযোগ্য হবে না।

ইতোমধ্যে যারা চাকরি করছেন, তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করবেন

প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষা সনদের যথাযথভাবে সত্যায়িত কপি, সদ্য তোলা আট কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মোট আট কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

অধ্যক্ষের অনুকূলে ৭৫০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

12h ago