৩৬৯ কারারক্ষী পদে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ১০ আগস্ট
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত মোট ৩৬৯টি শূন্য পদে সরাসরি জনবল দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম: কারারক্ষী
পদ সংখ্যা: ৩৫৫টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ন্যূনতম শারীরিক যোগ্যতা
উচ্চতা: ১.৬৭ মিটার, বুকের মাপ: ৮১.২৮ সেন্টিমিটার, ওজন: ৫২ কেজি।
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
জেলা কোটা: ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
তবে এতিম কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: মহিলা কারারক্ষী
পদ সংখ্যা: ১৪টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শুধু নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ন্যূনতম শারীরিক যোগ্যতা
উচ্চতা: ১.৫৭ মিটার, বুকের মাপ: ৭৬.৮১ সেন্টিমিটার, ওজন: ৪৫কেজি।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
জেলা কোটা: শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন।
তবে এতিম কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।
আবেদন শুরুর তারিখ: ১১ জুলাই থেকে ১০ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।
আবেদন ফি: যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরৎযোগ্য) অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
অনলেইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদেরকে http://prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
গ্রন্থনা: আহমেদ হিমেল
Comments