টেস্টে ১০০০০ রানের মাইলফলক নিয়ে বেশি ভাবতে নারাজ স্মিথ

Steve Smith
ছবি: টুইটার

স্টিভেন স্মিথ সবশেষ টেস্ট খেলেছেন চলতি মাসের শুরুতে, সিডনিতে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। ওই টেস্টের আগে এই সংস্করণে ১০ হাজার রান থেকে কেবল ৩৮ রান দূরে ছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার তারকা ডানহাতি ব্যাটার দুই ইনিংস মিলিয়ে করতে পারেন ৩৭ রান। প্রথম ইনিংসে ৩৩ রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় ইনিংসে বিদায় নেন ৪ রানে। ফলে দুর্ভাগ্যজনকভাবে মাইলফলক থেকে স্রেফ ১ রানের দূরত্বে অর্থাৎ ৯৯৯৯ রানে আটকে যেতে হয় স্মিথকে।

স্মিথের মনে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মর্যাদাপূর্ণ ক্লাবে ঢোকার বিষয়টি একটু বেশিই জেঁকে বসেছিল। এতে তার ওপর তৈরি হয়েছিল বাড়তি চাপ। সিডনির সেই পথে আর হাঁটতে চান না তিনি। শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট গলে শুরু হচ্ছে আগামীকাল বুধবার। এর আগের দিন সংবাদ সম্মেলনে স্মিথ বলেছেন, মাইলফলকের ব্যাপারে বেশি মাথা ঘামাতে নারাজ তিনি, 'সত্যি বলতে, এটা নিয়ে খুব বেশি না ভাবার চেষ্টা করছি আমি। এখন কেবল হাতে থাকা কাজের দিকে মনোনিবেশ করতে চাই।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে অজিরা খেলবে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়া। পারিবারিক কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তার অনুপস্থিতিতে সফরকারীদের নেতৃত্ব দেবেন ৩৫ পেরোনো স্মিথ। ফলে ব্যাটিংয়ের পাশাপাশি বাড়তি ভূমিকা রাখতে হবে তাকে। তাই ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্য প্রাপ্তির দিকেই মনোযোগ রাখতে চাইছেন তিনি।

২০১০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে স্মিথ সাদা পোশাকে খেলেছেন ১১৪ ম্যাচ। ৫৫.৮৬ গড়ে তার রান ৯৯৯৯। ৩৪টি সেঞ্চুরির সঙ্গে ৪১টি ফিফটি রয়েছে তার নামের পাশে। ইতিহাসের মাত্র ১৫তম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করার দ্বারপ্রান্তে আছেন তিনি। এখন পর্যন্ত এই মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার তিনজন। তারা হলেন রিকি পন্টিং (১৩৩৭৮ রান), অ্যালান বোর্ডার (১১১৭৪ রান) ও স্টিভ ওয়াহ (১০৯২৭ রান)।

ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া অস্ট্রেলিয়ার এই সিরিজ হারলেও সমস্যা নেই। তবে দলটি চাইবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করতে। তাদের রেটিং পয়েন্ট ১২৬। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৪। এই দুটি দল আগামী জুনে লর্ডসে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

3h ago