উত্তম কুমারকে হৃদয়ে ধারণ করতেন রাজ্জাক: সুচন্দা

ছবি: সংগৃহীত

নায়করাজ রাজ্জাকের ৮৩তম জন্মদিন আজ। রূপালি পর্দায় মোট ৩০টি ছবিতে তার বিপরীত চরিত্রে অভিনয় করেছেন সুচন্দা।

১৯৬৬ সালে জহির রায়হানের 'বেহুলা' ছবি দিয়ে শুরু রাজ্জাক-সুচন্দা জুটির। নায়করাজকে নিয়ে স্মৃতিচারণার সময় এই ছবির কথাই প্রথম স্মরণ করেন সুচন্দা।

'শুটিং শুরু হওয়ার আগে হঠাৎ একদিন দেখা। সেদিনই জহির রায়হান তাকে বলেন, "আপনাকে নায়ক বানিয়ে দিচ্ছি, পরের সিনেমা, বেহুলার নায়ক আপনি।" একথা শুনে রাজ্জাক বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। জহির রায়হানকে পা ছুঁয়ে সালাম করেন,' বলেন সুচন্দা।

এই ছবিতে বেহুলা চরিত্রে অভিনয় করেন সুচন্দা। প্রধান চরিত্রে এটিই তার প্রথম চলচ্চিত্র। রাজ্জাকেরও তাই। প্রথম ছবিতেই তাদের জুটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সুচন্দা দ্য ডেইলি স্টারকে বলেন, '(বেহুলার পর) আমরা যে সিনেমাই উপহার দিই, দর্শক তা সাদরে গ্রহণ করে। ব্যবসাসফল হতে শুরু করে সেসব সিনেমা।'

৩০টি চলচ্চিত্রে রাজ্জাককে কাছে থেকে দেখা এই আলোচিত নায়িকা আরও বলেন, 'অভিনয় ছিল তার (রাজ্জাকের) প্রথম প্রেম। ক্যামেরার সামনে অন্য মানুষ হয়ে যেতেন। এজন্যই এত নাম করেছিলেন। এত মানুষ তাকে ভালোবেসেছে।'

অভিনয় জীবনে রাজ্জাকের আদর্শ সম্পর্কে তিনি বলেন, 'অনেকটাই উত্তম কুমারের মতো ছিলেন তিনি। যেন উত্তম কুমারকে হৃদয়ে ধারণ করতেন।'

রোমান্টিক বা সামাজিক, সব ধরণের সিনেমায় রাজ্জাক 'অতুলনীয়' ছিলেন বলে মন্তব্য করেন সুচন্দা।

'সামাজিক সিনেমায় যেকোনো চরিত্রে মানিয়ে নিতেন। আর এমনিতে রোমান্টিক নায়ক হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন,' যোগ করেন সুচন্দা।

'নায়ক অনেক এসেছেন। অনেক আসবেন। কিন্তু সময়ের শ্রেষ্ঠ নায়ক ছিলেন রাজ্জাক,' বলেন এই ৭৭ বছর বয়সী অভিনেত্রী।
 

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago