রোমান্টিক সিনেমায় নায়ক রাজ্জাক
নায়ক রাজ্জাক। পেয়েছিলেন 'রাজ' উপাধি। এদেশের চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, যা আজও মানুষের মনে দাগ কেটে আছে। রোমান্টিক, সামাজিক, পোশাকি, অ্যাকশন, সব ঘরানায় রূপালি পর্দায় উজ্জ্বল উপস্থিতি ছিল তার।
আজও তার অভিনীত সাদাকালো সিনেমা নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়।
আজ ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের প্রয়াণ দিবস।
জেনে নেওয়া যাক রাজ্জাক অভিনীত কয়েকটি সাড়া জাগানো রোমান্টিক সিনেমার কথা।
অবুঝ মন
রাজ্জাক অভিনীত অসাধারণ একটি প্রেমের সিনেমা অবুঝ মন। নামি পরিচালক কাজী জহির বেশকিছু সফল সিনেমা পরিচালনা করেন। রাজ্জাককে নিয়ে একাধিক সিনেমাও করেন। অবুঝ মন তার মধ্যে অন্যতম একটি। অবুঝ মন সিনেমায় নায়িকা ছিলেন শাবানা ও সুজাতা। ১৯৭২ সালে এটি মুক্তি পায় এবং মুক্তির পর দারুণভাবে আলোচিত ও প্রশংসিত হয়। এখনো অবুঝ মন সিনেমার আবেদন এক শ্রেণির দর্শকদের কাছে রয়েই গেছে।
রাজ্জাক অভিনীত চরিত্রের নাম মাসুম। তার নিখুঁত অভিনয় মন কেড়ে নেয় অসংখ্য দর্শকের হৃদয়। এই সিনেমার একটি গান ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি হলো—শুধু গান গেয়ে পরিচয়। এখনো গানটির আবেদন ফুরোয়নি।
স্বরলিপি
'গানের খাতায় স্বরলিপি লিখে' রাজ্জাকের লিপে এই গানটি কোটি তরুণীর মন ছুঁয়ে গিয়েছিল। কয়েক দশক পরও গানটি মানুষের মুখে মুখে ফেরে। রাজ্জাক অভিনীত আরেকটি সফল প্রেমের সিনেমা স্বরলিপি। তার নায়িকা ছিলেন ববিতা। স্বরলিপি সিনেমার পরিচালক নজরুল ইসলাম এবং সংলাপ রচয়িতা প্রয়াত অভিনেতা আশীষ কুমার লোহ। এই সিনেমায় রাজ্জাক অভিনীত চরিত্রের নাম ছিল শফিক মাহমুদ, যিনি কি না বড়লোকের সন্তান। কিন্তু সংগীতের প্রতি তার প্রবল আগ্রহ। ৭০ দশকের সাড়া জাগানো রোমান্টিক চলচ্চিত্র স্বরলিপি।
নীল আকাশের নিচে
স্বাধীনতার আগে মুক্তি প্রাপ্ত রাজ্জাক অভিনীত সাড়া জাগানো প্রেমের সিনেমা নীল আকাশের নিচে। খন্দকার ফারুক আহমেদের গাওয়া নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা—গানটি রাজ্জাকের লিপে দারুণ মানিয়ে যায়। গানটি লুফে নেন দর্শকরা। সিনেমাটিও সফলতা পায়। নায়ক হিসেবে রাজ্জাক নন্দিত হন। তার সাফল্যের সিঁড়ি কেবলই উচ্চতায় পৌঁছে যায়। রাজ্জাকের নায়িকা ছিলেন কবরী এবং রাজ্জাক-কবরী জুটি দর্শকপ্রিয়তা বেড়ে চলে। তারপর দুজনে অনেক সিনেমা উপহার দেন। সিনেমাটি পরিচালনা করেন নারায়ণ ঘোষ মিতা। এই পরিচালক আরও পরে এসে রাজ্জাককে নিয়ে একাধিক সিনেমা পরিচালনা করেন। এই সিনেমার আরও কয়েকটি আলোচিত গান—হেসে খেলে জীবনটা যদি চলে যায়। মোহাম্মদ আলী সিদ্দিকী কণ্ঠ দেন গানে।
ময়নামতি
প্রেম-ভালোবাসা-বিরহের সিনেমা ময়নামতি। কাজী জহির পরিচালিত আরেকটি অসাধারণ সিনেমা। রাজ্জাক-কবরী জুটির সফল সিনেমা ময়নামতি মুক্তি পায় স্বাধীনতার আগে। সাদাকালো ও চমৎকার গল্প, সুন্দর গায়কি, সুনিপুণ অভিনয়—সব মিলিয়ে অনন্য একটি সিনেমা। ভালোবাসার মানুষকে হারানোর বেদনা গভীরভাবে ফুটে ওঠে রাজ্জাক অভিনীত চরিত্রটির মধ্যে দিয়ে। তার লিপে আরেকটি বিখ্যাত গান—'অনেক সাধের ময়না আমার বাঁধন ছিঁড়ে যায়'। গানটিতে কণ্ঠ দেন বশির আহমেদ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কাহিনী ও সংলাপ নিয়ে নির্মিত হয় ময়নামতি।
নাচের পুতুল
অশোক ঘোষ পরিচালিত স্বর্ণালি দিনের সিনেমা নাচের পুতুল। রাজ্জাক-শবনম জুটির এই সিনেমার একটি গান আজও রয়ে গেছে মানুষের মুখে। গানটি হচ্ছে—আয়নাতে ওই মুখ দেখবে যখন। নায়ক হিসেবে রাজ্জাক অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন, পেয়েছেন দর্শকপ্রিয়তা। তার মধ্যে শবনম একজন। ফিরোজ চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। আহমদ জামান চৌধুরীর কাহিনী নিয়ে নাচের পুতুল নির্মিত হয়।
যে আগুনে পুড়ি
রাজ্জাকের ক্যারিয়ারে প্রথম নায়িকা ছিলেন সুচন্দা। সেটা বেহুলা সিনেমায়। এরপর এক দশকজুড়ে দুজনে জুটি হিসেবে অভিনয় করেছেন এবং সফলতা পেয়েছেন। এই জুটির অন্যতম একটি সিনেমা যে আগুনে পুড়ি। মূলত একটি রোমান্টিক সিনেমা এটি। পরিচালনা করেন আমির হোসেন। এই সিনেমার একটি গান—'চোখ যে মনের কথা বলে' তুমুল জনপ্রিয়তা পায়। খন্দকার নুরুল আলম গানটিতে কণ্ঠ দেন। সুচন্দা ছাড়াও কবরী অভিনয় করেন এতে।
লাইলি মজনু
অমর প্রেমের কাহিনী লাইলি মজনুর প্রেম কাহিনী। অনেক সফল পরিচালক ইবনে মিজান পরিচালনা করেন লাইলি মজনু। রাজ্জাক মজনু চরিত্রে অভিনয় করে সফলতা পান। তার বিপরীতে অর্থাৎ লাইলি চরিত্রে অভিনয় করেন ববিতা। এই জুটির অন্যতম সাড়া জাগানো প্রেমের সিনেমা এটি। মজনু চরিত্রে অভিনয় করে নায়ক রাজ্জাককে দর্শকরা অনেকদিন এই নামে ডাকতেন। কাজী নজরুল ইসলামের লেখা—'লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো' গানটি দারুণ জনপ্রিয়তা পায় এই সিনেমায়।
অনন্ত প্রেম
রাজ্জাক পরিচালিত প্রথম সিনেমা অনন্ত প্রেম। প্রথম পরিচালিত সিনেমায় নায়ক ছিলেন তিনি। বিপরীতে অভিনয় করেন ববিতা। পরিচালক হিসেবেও সফল হন তিনি। বিয়োগান্ত প্রেমের সিনেমায় নায়ক-নায়িকা দুজনেই মারা যায়। দর্শকদের কাঁদায় সিনেমাটি। 'ও চোখে চোখ পড়েছে যখনই'—গানটি অনন্ত প্রেম সিনেমার আলোচিত একটি গান।
Comments