‘গুজব ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করল মাউশি

সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বুধবার অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন)  অধ্যাপক মো. আবেদ নোমানি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ জানুয়ারি অধ্যাপক আবেদ নোমানির সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রপাগান্ডার সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধান্তটি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পরিসরে সমালোচনা হয়। এরপর ওই সিদ্ধান্ত বাতিল জানিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করেছে মাউশি।

অধ্যাপক নোমানি বলেন, 'মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আগের নির্দেশনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।'

তবে, এটি বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

২ জানুয়ারির নির্দেশনায় বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেন কোন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়।

বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগাণ্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

40m ago