তল্লাশির পর বিমানবন্দর ছেড়েছেন ফ্লাইটের যাত্রীরা
নিরাপত্তা তল্লাশিতে বোমা পাওয়া না যাওয়ায় ইতালির রোম থেকে আসা বিমানের ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দর ছেড়ে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার সকালে রোম থেকে আসা ওই ফ্লাইটে বোমা হামলার হুমকির পর তল্লাশি করে বোমা পাওয়া যায়নি বলে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩৫৬ গতকাল রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে আজ সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে।
পরে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পরপরই নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফটে তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোন কিছু না পাওয়ায় 'সিকিউরিটি থ্রেট ক্লিয়ার' হয় দুপুর সাড়ে ১২টায়।
যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর দেড়টার মধ্যে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
Comments