বোমা হামলার হুমকি: ঢাকায় নিরাপদে অবতরণ রোম থেকে আসা বিমানের ফ্লাইট
ইতালির রাজধানী রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। অপরিচিত একটি নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়।
সকাল ৯টা ২০ মিনিটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।
তিনি বলেন, সব যাত্রী নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে টার্মিনালে গেছেন। কোনো ধরনের হুমকি আছে কিনা, তা খতিয়ে দেখতে প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।
Comments