ঢাবিতে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‘মানসিক সমস্যা ছিল’ ধারণা পুলিশের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সামনের একটি গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, স্থানীয়রা ওই ব্যক্তিকে ভবঘুরে বলে শনাক্ত করেছেন।
তিনি বলেন, 'লোকটি ওই এলাকার ফুটপাতে থাকতেন এবং তার মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল বলে জানা গেছে।'
'প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মঙ্গলবার রাতে তিনি গাছে উঠে আত্মহত্যা করেন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে', যোগ করেন তিনি।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments