৪ দিন পর দুটি পণ্যবাহী জাহাজ ছাড়ল আরাকান আর্মি
টেকনাফ যাওয়ার সময় আটক করা তিন পণ্যবাহী জাহাজের দুটি ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে ও ১১টা ৫০ মিনিটে জাহাজ দুটি ছাড়া হয়।
টেকনাফের ইউনাইটেড ল্যান্ড পোর্টের জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আরাকান আর্মির আটক করা তিনটি পণ্যবাহী জাহাজের মধ্যে দুটি মংডু থেকে নাফ নদী দিয়ে টেকনাফ বন্দরে আসে।'
অন্য জাহাজটি এখনো আরাকান আর্মির কাছেই আছে বলে জানান তিনি।
ব্যবসায়ীদের বরাতে তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ বন্দরে যাওয়ার সময় আরাকান আর্মি নাফ নদীর ঘাট থেকে পণ্যবাহী তিনটি জাহাজ আটক করে।
এই জাহাজগুলোতে ৫০ হাজার ব্যাগ শুকনো মাছ, সুপারি ও অন্যান্য বিভিন্ন পণ্য ছিল।
নাফ নদীসহ বাংলাদেশ সীমান্তে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বাধা এবং হুমকির কারণে টেকনাফ বন্দর দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য ব্যাহত হচ্ছে।
২০২৩ সালের নভেম্বর থেকে জান্তা বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৪টি শহর দখল করেছে।
Comments