পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক

(বাম দিক থেকে) পুলিশ র‍্যাব ও আনসারের নতুন পোশাক। ছবি: সংগৃহীত

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন রঙের পোশাক, র‌্যাবের জন্য সবুজ জলপাই ও আনসারের জন্য সোনালী গম রঙের পোশাক নির্বাচন করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাশেষে এসব সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷

তিনি বলেন, আমরা পুলিশ, র‌্যাব ও আনসারদের জন্য তিনটি নতুন পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। পুরোনো পোশাক আস্তে আস্তে বদলে ফেলা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পোশাকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাহিনীগুলোর ভেতরে মনমানসিকতারও পরিবর্তন হয়েছে। পর্যায়ক্রমে বাহিনীর সদস্যদের পোশাক পরিবর্তন করায় এর জন্য বাড়তি অর্থের প্রয়োজন হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Comments