স্পিনারদের দাপটে আড়াই দিনে উইন্ডিজকে হারাল পাকিস্তান

ছবি: এএফপি

প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করলেন জোমেল ওয়ারিক্যান। তবে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্সও যথেষ্ট হলো না। মুলতানের স্পিনবান্ধব পিচে সফরকারীদের ব্যাটিং লাইনআপকে আবার গুঁড়িয়ে আড়াই দিনে বড় জয় পেল পাকিস্তান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ১০ উইকেটের সবগুলো নিলেন স্বাগতিকদের তিন স্পিনার মিলে।

রোববার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পর্দা নেমেছে মুলতান টেস্টের। পাকিস্তান জিতেছে ১২৭ রানের ব্যবধানে। এতে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

আগের দিনের ৩ উইকেটে ১০৯ রান নিয়ে খেলতে নামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ৪৬.৪ ওভারে ১৫৭ রানে। ওয়ারিক্যান ৩২ রান খরচায় নেন ৭ উইকেট। ১৮ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ফাইফার নেওয়ার স্বাদ মেলে তার। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ১০১ রানে ১০ উইকেট। আগে কখনও ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি ছিল না ২০১৫ সালে অভিষেক হওয়া ওয়ারিক্যানের।

উইকেটের চরিত্র বোঝা গিয়েছিল আগের দিন মোট ১৯ উইকেটের পতন হওয়ায়। সকালে ওয়ারিক্যানের ঘূর্ণিপাকে পাকিস্তানিরা আটকা পড়লে আরও স্পষ্ট হয়ে ওঠে তা। এমন উইকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া মোটেও সহজ নয়। প্রথম ইনিংসে পাকিস্তানের ৯৩ রানের লিড থাকায় ক্যারিবিয়ানদের সামনে দাঁড়ায় ২৫১ রানের কঠিন লক্ষ্য। ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেটার ধারেকাছেও যেতে পারেনি দলটি। মাত্র ৩৬.৩ ওভারে তারা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১২৩ রানে। এর আগে পাকিস্তানের ২৩০ রানের জবাবে প্রথম ইনিংসে উইন্ডিজ করেছিল ১৩৭ রান।

স্বাগতিকদের জয়ের মূল নায়ক ম্যাচসেরার পুরস্কারজয়ী অফ স্পিনার সাজিদ খান। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নিতে তিনি দেন ৫০ রান। দুই ইনিংস মিলিয়ে ১১৫ রানে তার শিকার ৯ উইকেট। লেগ স্পিনার আবরার আহমেদ ৪ উইকেট নেন ২৭ রানে। বাকিটি যায় আগের ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নোমান আলীর ঝুলিতে।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire to cling to power, intolerance for dissent and failure to see the writing on the wall were what eventually unravel Sheikh Hasina’s iron-fisted rule of 15 years.

8h ago