মাত্র ২৭ রানে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের হাল ভীষণ নাজুক, তাই বলে ৩০ রানও করতে পারবে না তারা! বাস্তবেই হয়েছে এমনটাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ২০৪ রান তাড়ায় মাত্র ২৭ রানে অলআউট হয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড গড়েছে তারা। টেস্ট ইতিহাসেই এটা দ্বিতীয় সর্বনিম্ন পূঁজি। আর ৭০ বছরের মধ্যে সবচেয়ে কম দলীয় সংগ্রহ এটাই।

কিংসটনে পেস বান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিলো ২০৪ রানের। সেটা যে তাদের কাছে পাহাড়সম ব্যাট করতে নেমেই বুঝিয়ে দেয় তারা। খেলতে পেরেছে মাত্র ১৪.৩ ওভার। ম্যাচ শেষ হয়ে গেছে তৃতীয় দিনেই।

ক্যারিবিয়ানদের ব্যাটিং ধসিয়ে মাত্র ৯ রানে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। হ্যাটট্রিকসহ ২ রানে ৩ উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড।

টেস্ট ইতিহাসে সবর্নিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর রেকর্ড নিউজিল্যান্ডের। সেই ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিলো তারা। এর থেকে মাত্র ১ রান বেশি করল ওয়েস্ট ইন্ডিজ।

টেস্টে ৩০ বা তার নিচে অলআউট হওয়ার নজির আর দুটি। ৩০ রানে দুবার অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দুবারই ইংল্যান্ডের বিপক্ষে। একবার ১৮৯৬ ও একবার ১৯২৪ সালে।

টেস্টে বিগত ৭০ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজই সবচেয়ে কম রানে অলআউট হওয়া দল।

জ্যামাইকার কিংসটনে প্রথম ইনিংসে শামার জোসেফের তোপে ২২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া আবার  শামারের ঝলকে ১২১ রান করলে ২০৪ রানের লক্ষ্য পেয়েছিলো স্বাগতিক দল। কিন্তু এরপর যা হয়েছে তা ভুলে যাওয়ার মতন।

১৭৬ রানে ম্যাচ জেতার পাশাপাশি ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই সিরিজ শেষ করেছে প্যাট কামিন্সের দল।

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

13h ago