আরজি কর ধর্ষণ-হত্যা মামলা: আদালতে একজন দোষী সাব্যস্ত
ভারতের চাঞ্চল্যকর আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় সঞ্জয় রায় নামে একজনকে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদহ আদালত।
আজ সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত আগস্টে পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয়ের শাস্তির রায় সোমবার দেওয়া হবে।
আদালত জানায়, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দেওয়া প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যাবজ্জীবন পেতে পারেন আসামি।
অভিযুক্তের উপস্থিতিতে আজ এই রায় ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস। সেসময় আদালতে ওই নারী চিকিৎসকের বাবা-মাও উপস্থিত ছিলেন।
Comments