ভারত দলে ডাক পাওয়াটা ‘অবাস্তব’ লাগছে সুদর্শনের

ছবি: সারে কাউন্টি ক্রিকেট ক্লাব

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। এরপর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তরুণ বাঁহাতি ব্যাটার বলেছেন, এটা তার কাছে 'অবাস্তব' মনে হচ্ছে।

শনিবার বিসিসিআইয়ের ঘোষিত ১৮ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ২৩ বছর বয়সী সুদর্শন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে ৩৯.৯৩ গড়ে ১৯৯৭ রান করেছেন তিনি। তার নামের পাশে রয়েছে সাতটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি।

ভারতের টেস্ট দল ঘোষণার কয়েক ঘণ্টা পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে সুদর্শন বলেছেন, 'অবশ্যই, খুব ভালো লাগছে। সত্যি বলতে, খুবই স্পেশাল ও অবাস্তব মনে হচ্ছে। যে কোনো ক্রিকেটার, যে কোনো তরুণ ক্রিকেটার, যে কিনা ক্রিকেট খেলা শুরু করে, সে টেস্ট ক্রিকেট খেলতে চায়, দেশের হয়ে খেলতে চায়। টেস্ট ক্রিকেট খেলাটাই সব সময় চূড়ান্ত লক্ষ্য থাকে। তাই আমি সত্যিই ভীষণ খুশি।'

দুই কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতের নতুন চেহারার ব্যাটিং লাইনআপে টপ অর্ডারের অংশ হতে চলেছেন সুদর্শন। সাধারণত দেশটির ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ওপেনিংয়ে নামেন। তবে দলের স্বার্থে যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত আছেন তিনি। তাছাড়া, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে মিডল অর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা রয়েছে তার।

পছন্দের পজিশনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে সুদর্শন জবাব দিয়েছেন, 'আমার মনে হয়, দেশের হয়ে খেলাটাই একজন ক্রিকেটারের জন্য অনেক বড় সম্মানের বিষয়। তাই কোনো নির্দিষ্ট পজিশনে খেলতে চাই কিনা তা বেছে নেওয়ার মতো অবস্থানে আমি নেই। কোচরা যেখানেই আমাকে খেলতে বলবেন, আমি অবশ্যই মানসিকভাবে ও দক্ষতার দিক থেকে সেই সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করব।'

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের চলতি আসরে গুজরাট টাইটান্সের হয়ে অসাধারণ ছন্দে আছেন সুদর্শন। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৬৩৮ রান করেছেন ৫৩.১৬ গড় ও ১৫৫.৯৯ স্ট্রাইক রেটে। গুজরাটকে নেতৃত্ব দেওয়া শুবমান গিল এদিনই হয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।

এই প্রসঙ্গে সুদর্শন বলেছেন, 'গত কয়েক বছরে শুবমানের উন্নতির আমিও একজন অংশীদার। গত চার বছর ধরে আমি তাকে দেখছি। সে এত প্রতিভাবান ও দক্ষ ব্যাটার, সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। আমার মনে হয়, সে অবশ্যই দেশের জন্য অনেক সুনাম নিয়ে আসবে এবং বড় কিছু করবে। আমার প্রথম টেস্ট সিরিজ তার নেতৃত্বে খেলতে পেরে আমি কৃতজ্ঞ ও খুব খুশি।'

আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০ জুন থেকে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচের ভেন্যু হেডিংলি।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

1h ago