কারাগার থেকে ছাড়া পেয়েছেন ডেসটিনির চেয়ারম্যান ও এমডি
দীর্ঘ সময় কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিতর্কিত বহু স্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। কাশিমপুর কারাগারের কর্মকর্তারা তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আল মামুন ডেইলি স্টারকে জানান, মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন গতকাল রাত সাড়ে ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান।
তিনি বলেন, 'মোহাম্মদ হোসেনের মুক্তির সব কাগজপত্র যাচাই করে এবং অন্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকার বিষয়টি নিশ্চিত করার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।'
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ হোসেনের আত্মীয়স্বজন ও ডেসটিনি গ্রুপের লোকজন কারাগারের ফটকে ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এদিকে, ডেস্টিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এমডি রফিকুল একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির কথা নিশ্চিত করেন কারা উপমহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) মো. জাহাঙ্গীর কবির।
গতকাল ঢাকার একটি আদালত তাকে ও আরও ১৮ জনকে দুর্নীতি মামলায় ১২ বছর কারাদণ্ড দেন।
বেঞ্চ অফিসার বেলাল হোসেনকে উদ্ধৃত করে ইউএনবি জানায়, রফিকুল আমিন ১২ বছর ৩ মাস কারাভোগ করায় আদালত তাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকার কথাও জানান তিনি।
রফিকুল অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ১২ বছর ৩ মাস কারাভোগ করেন।
Comments