চট্টগ্রামের জলাবদ্ধতা কোনো একক সংস্থা সমাধান করতে পারবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে চসিক কার্যালয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে পাওয়ার চায়না হারবার লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

মেয়র শাহাদাত বলেন, 'জলাবদ্ধতা নিরসনের জন্য সিডিএর উদ্যোগে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে ৫৭টি খাল থেকে কাজের জন্য ৩৬টি খাল চিহ্নিত করা হয়েছে। তবে এখনো ২১টি খাল অবহেলিত রয়ে গেছে। এই ২১টি খালকেও উদ্ধার করতে হবে।'

'জলাবদ্ধতার সমস্যা কোনো একক সংস্থা সমাধান করতে পারবে না' উল্লেখ করে তিনি বলেন, 'সমস্যা সমাধানে চিক, সিডিএ, ওয়াসা এবং অন্যান্য সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে হবে।'

মেয়র আরও বলেন, 'শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে জলাবদ্ধতা সমস্যা সমাধান সম্ভব নয়। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে যেন তারা জলাবদ্ধতা প্রতিরোধে সহযোগিতা করতে পারে। পাশাপাশি, চট্টগ্রামের প্রাকৃতিক খালগুলো পুনরায় খনন ও পরিষ্কার করা অত্যন্ত জরুরি। বর্জ্য ব্যবস্থাপনায় জনগণের সহযোগিতা প্রয়োজন। খালগুলোতে বর্জ্য ফেলা বন্ধ করা এবং পানি নিষ্কাশনব্যবস্থা কার্যকর রাখতে নিয়মিত পরিষ্কার অভিযান চালানো হবে।'

তিনি বলেন, 'চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সমস্যা বহুদিনের। তবে এটি সমাধানে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রযুক্তিগত ও কাঠামোগত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

সভায় মেয়র নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল ও কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

Comments

The Daily Star  | English

Destiny MD Rafiqul, 18 others jailed for 12 years

All the accused were asked all to deposit TK 4515.57 crore to the state within six months

1h ago