আশিকি থ্রি থেকে বাদ পড়ছেন তৃপ্তি দিমরি!

অ্যানিমেল, তৃপ্তি দিমরি, বলিউড, তৃপ্তি দিমরি, কার্তিক আরিয়ান, আশিকি থ্রি,
তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

'অ্যানিমেল' সিনেমাতে অভিনয়ের পর বেশ সাফল্য পাচ্ছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি তার অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে বিশেষ জায়গা তৈরি করতে পেরেছেন। এমনকি তাকে ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও, ব্যাড নিউজ, ভুল ভুলাইয়া থ্রি ও লায়লা মজনুতেও দেখা গেছে।

তবে সর্বশেষ তিনি অন্য একটি কারণে খবরের শিরোনামে এসেছিলেন। গুঞ্জন ছড়িয়েছিল, তাকে 'আশিকি থ্রি' সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছিলে, তৃপ্তি দিমরি আগের চলচ্চিত্রগুলোতে সাহসী দৃশ্য অভিনয় করেছেন। এজন্য তাকে 'আশিকি থ্রি' থেকে বাদ দেওয়া হবে।

গুঞ্জন ছিল তৃপ্তিকে কার্তিক আরিয়ানের বিপরীতে আশিকি থ্রি থেকে বাদ দেওয়া হচ্ছে লুক টেস্ট এবং মহুরত শুটিংয়ে জড়িত থাকার কারণে। পরিচালক অনুরাগ বসু অবশ্য এই খবর অস্বীকার করে বলেছেন, 'এটা সত্যি নয়'। তিনি আরও বলেন, তৃপ্তি নিজেও সত্যিটা জানতেন।

মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন অনুরাগ বসু। তবে তৃপ্তি আশিকি থ্রিতে অভিনয় করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে চলমান জল্পনার মধ্যে তৃপ্তি এ বিষয়ে সম্পূর্ণভাবে নীরব ছিলেন। এমনও গুঞ্জন শোনা গেছে, চলচ্চিত্র নির্মাতারা নতুন অভিনেত্রী খুঁজছেন।

এদিকে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে সিনেমাটির নির্মাণ কাজ শুরুর কথা আছে।

প্রসঙ্গত, 'অ্যানিম্যাল' সিনেমাতে রণবীর কাপুরের সঙ্গে 'ঘনিষ্ঠ দৃশ্যে' অভিনয়ের জন্য তৃপ্তিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি রণবীর আল্লাবাদিয়ার পডকাস্ট চলাকালে অভিনেত্রীকে আক্রমণাত্মক মন্তব্যের শিকার হতে হয়েছিল।

তৃপ্তি দিমরিকে আগামীতে সাজিদ নাদিয়াদওয়ালার সিনেমায় শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ।

এছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর 'ধড়ক টু' ও ফাহাদ ফাসিলের সঙ্গে ইমতিয়াজ আলীর 'দ্য ইডিয়ট অব ইস্তাম্বুল' সিনেমায় অভিনয় করছেন তিনি।
 

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

58m ago