বাংলাদেশে সেন্সর পেলো রণবীরের অ্যানিমেল, বৃহস্পতিবার মুক্তি

'অ্যানিমেল' সিনেমার দৃশ্যে রনবীর ও রাশমিকা
'অ্যানিমেল' সিনেমার দৃশ্যে রনবীর ও রাশমিকা। ছবি: সংগৃহীত

বলিউড সিনেমা 'অ্যানিমেল' বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সিনেমা হলে চলবে সিনেমাটি। রণবীর কাপুর অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি।

গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি, মুক্তির পাঁচ দিন পর বাংলাদেশে সেন্সর পেলো।

আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আজ সিনেমাটি সেন্সর পেয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও চলবে।'

অ্যাকশন, বাবা-ছেলের আবেগ-ভালোবাসায় সাজানো 'অ্যানিমেল' বক্স অফিসে ঝড় তুলেছে। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের সিনেমা এটি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪২৫ কোটি রুপি আয় করেছে।

এতে আরও অভিনয় করেছেন- রাশ্মিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago