সীমান্তে উত্তেজনা: বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার বিকেলে ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরল ইসলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বলে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে।

তার সঙ্গে প্রথম সচিব (রাজনৈতিক) আলমগীর হোসেনও ছিলেন বলে জানা গেছে।

সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।

অনুপ্রবেশের উদ্বেগের মধ্যে গত সপ্তাহে ভারত সীমান্তের কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিএসএফের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

গত মঙ্গলবার বেড়া দেওয়ার কাজ কিছু সময়ের জন্য পুনরায় শুরু হয়। পরে পতাকা বৈঠকের পর বিএসএফ আবার কাজ বন্ধ রেখেছে।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

1h ago