এক বছরের বেশি সময় পর ভারতীয় দলে শামি

Mohammad SHami
ফাইল ছবি: রয়টার্স

চোটের কারণে এক বছরেরও বেশি সময় দূরে থাকার পর পেস বোলার মোহাম্মদ শামি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় দলে ফিরে এসেছেন।

৩৪ বছর বয়সী শামি শেষবারের মতো নভেম্বর ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে খেলেছিলেন এবং সম্প্রতি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার জন্য কয়েকটি ঘরোয়া ম্যাচে অংশগ্রহণ করেছেন।

গোড়ালিতে অস্ত্রোপচার করানো শামি ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ভারত দলে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি ফিট না থাকায় তিনি যেতে পারেননি। অবশেষে তার অপেক্ষার অবসান হয়েছে। কলকাতায় ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য তিনি ১৫ সদস্যের দলে রয়েছেন।

হোয়াইট-বল তারকা সূর্যকুমার যাদব দলকে নেতৃত্ব দেবেন এবং স্পিনার অক্ষর পটেল তার ডেপুটি হিসাবে থাকবেন।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে স্বাভাবিকভাবে এই সিরিজে নেই জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। বুমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন। টি-টোয়েন্টির পর  তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে।

ভারত এখনও পর্যন্ত আগামী মাসে শুরু হওয়া ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি। টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণার শেষ তারিখ রবিবার।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর পটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

27m ago