গুম-হত্যার অভিযোগে হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
শেখ হাসিনা। ফাইল ছবি

গুম ও হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, 'গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Textbook fiasco: End excuses, act now

Contradictory statements from govt officials erode public trust; failure to address foreseeable obstacles exposes weakness

12m ago