বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' বা 'ইসরায়েল ব্যতীত' শর্ত পুণরায় বহাল করা হয়েছে।

গত ৭ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে 'পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত" শর্ত পুনর্বহালের' জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, 'এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত'। তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

বাংলাদেশের পাসপোর্ট থেকে 'একসেপ্ট ইসরায়েল' বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২২ মে জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ।

পরদিন ২৩ মে এ বিষয়ে প্রতিক্রিয়ায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি শোনার পর আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি। ওনার‌ কাছে জেনেছি, ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর 'দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল' থেকে 'একসেপ্ট ইসরায়েল' অংশটি বাদ গেছে। এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে।

তিনি বলেছিলেন, 'নতুন পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত (except Israel)" না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।'

তবে, এ বিষয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশের পাসপোর্ট আগে আন্তর্জাতিক মানের ছিল না?

এমনকি এর কয়েকদিন পর ২৬ মে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ফিলিস্তিনিদের ওষুধ-সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না। বাংলাদেশ থেকে কেউ ইসরায়েলে গেলে তাকে শাস্তি পেতে হবে।'

তিনি আরও বলেন, 'ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করছে যা খুবই দুর্ভাগ্যজনক। কারণ, আমরা নতুন ই-পাসপোর্ট দেওয়া শুরু করেছি। প্রশাসনিক কারণে সেখান থেকে "ইসরায়েল ব্যতীত" শব্দ দুটি ফেলে দেওয়া হয়েছে।'

এরপর থেকেই পাসপোর্টে 'ইসরায়েল ব্যতীত' যুক্ত করার জন্য বারবার দাবি তোলা হয়েছে। এমনকি গতকাল 'মার্চ ফর গাজা' থেকে যেসব দাবি তোলা হয়েছে, তার মধ্যেও এই দাবি ছিল।

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

40m ago