চুনারুঘাট সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ নিয়ে গেল ত্রিপুরা পুলিশ, খোঁজ নিচ্ছে বিজিবি

হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশ।

গতকাল সোমবার রাতে ত্রিপুরার খোয়াই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. নুর আলম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নিহত জহুর আলী (৫৫) চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী ডুলনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকায় নিরাপত্তা প্রহরীর কাজ করতেন বলে জানা গেছে।

তার পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ডেইলি স্টারকে জানান, গত শনিবার জহুর আলী ঢাকা থেকে বাড়ি ফেরেন। সোমবার রাতে খোয়াই থানা পুলিশ গৌড়নগর সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বলে বাড়িতে খবর আসে।

ওসি নুর আলম আজ মঙ্গলবার দুপুরে বলেন, 'ঘটনা জানার পর বিজিবি ও আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো ঘটনাস্থলে আছি।'

যোগাযোগ করা হলে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন ডেইলি স্টারকে বলেন, 'বিস্তারিত খবরের জন্য লোক পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে।'

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

This rapid succession of reforms reveals a core problem: education has become an elaborate experiment

2h ago