তিব্বতে ভূমিকম্পে নিহত অন্তত ৯৫

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ছবি সৌজন্য: সিজিটিএন

চীনের তিব্বতে আজ সকালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে। পরে বেশ কয়েকবার পরাঘাতও (আফটারশক) হয়।

চীন জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আহাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে।

Comments

The Daily Star  | English

Man killed as oil tanker crashes into car showroom in Natun Bazar

The deceased, whose identity could not be confirmed, was approximately 25-26 years old, said police

3h ago