দুর্বৃত্তদের হামলায় জবি প্রক্টরসহ আহত ৩, গ্রেপ্তার ২

রাজধানীর তাঁতীবাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকসহ তিনজন আহত হয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় তারা কয়েকটি হিউম্যান হলার (লেগুনা) ভাঙচুর করেন।

গুলিস্তানের পাশের এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে বাদশা ও রিফাত নামে দুইজনকে গ্রেপ্তার করে বংশাল থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জবি প্রক্টরের গাড়ি পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা পার হওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে পাশের একটি অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্সে হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে ৬০ থেকে ৭০ জন গুলিস্তান থেকে এসে প্রক্টরের গাড়িতে হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সকালে হিউম্যান হলারচালকরা (লেগুনা) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন। এর জের ধরে শিক্ষার্থীরা ১৪টি হিউম্যান হলার আটক করে রাখে।

ড. তাজাম্মুল বলেন, 'অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ইটের টুকরো, পাথর ছুড়তে শুরু করেন। পাঁচ-সাত মিনিটের মধ্যে শতাধিক মানুষ জড়ো হয়ে প্রথম আমার চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। আমি বাইরে বের হলে তারা আমাকেও মারধর করেন।'

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'ইতোমধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা তদন্ত শুরু করেছি।'

Comments

The Daily Star  | English

University student unions: Student bodies split over polls timing

With Dhaka and Jahangirnagar universities gearing up for student union elections, the student bodies are now sharply divided over when the polls should be held.

7h ago