ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল
ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আগামী ১০-২০ ফেব্রুয়ারি ভুপালে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আইন মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায়, গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই প্রশিক্ষণের জন্য ৫০ বিচারককে অনুমোদন দেওয়া হয়।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের ভুপাল ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে ৫০ বিচারককে প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশেই ওই প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Comments