নিম্ন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

court.jpg

নিম্ন আদালতের বিচারকদের অতি জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন কারণে নিম্ন আদালতের বিচারকদের বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে।

প্রধান বিচারপতি আশা করছেন যে তাদের (বিচারকদের) অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়ানো উচিত যেন মামলাকারীরা দ্রুত বিচার সেবা পান এবং জাতীয় অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব না পড়ে।

এ অবস্থায় প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের অতি জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ সফরের জন্য আবেদন না করতে নিষেধ করেছেন, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago