প্রায় ১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট, ফেরি চলাচল,
রোববার দুপুর পৌনে ১২টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস

ঘন কুয়াশায় পৌনে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শনিবার রাতে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ১টায় কুয়াশার তীব্রতা বাড়লে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় পাটুরিয়া প্রান্তে চারটি এবং দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করেছিল। কিছু যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি।'

'পরে বেলা পৌনে ১২টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়,' বলেন তিনি।

এদিকে আরিচা-কাজীরহাট নৌ-পথে শনিবার রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে আজ সকাল ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এই রুটে পাঁচটি ফেরি চলাচল করে।

Comments

The Daily Star  | English

Feeling the pulse of local startup ecosystem

From groceries to food and commuting, startups, founded by innovative young people, became popular brands

15h ago