৯ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে নয় ঘন্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কাযার্লয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ১০টায় আরিচা-কাজিরহাট নৌপথে এবং পৌনে ১১টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়।
এর আগে শুক্রবার ভোররাত দেড়টার দিকে দুটি রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ সময় ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাটে যাওয়ার পথে যমুনা নদীর মাঝে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।
Comments