ঘন কুয়াশায় রেল দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতার নির্দেশ

স্টার ফাইল ফটো

সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সম্ভাব্য রেল দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আজ শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন, লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। 

উল্লেখ্য, চলমান শৈত্যপ্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে হ্রাস পেয়েছে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। 

সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতার জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে। 

Comments

The Daily Star  | English

Dismissed BDR members, families block Shahbagh demanding justice

Their demands are justice for the victims of the 2009 Pilkhana massacre, reinstatement of dismissed personnel, and recognition of their grievances

14m ago