৭ উইকেট নেওয়া ভাবনার বাইরে ছিলো না তাসকিনের 

Taskin Ahmed

টি-টোয়েন্টি ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার করার সুযোগ পান, এরমধ্যে ৫ উইকেট পাওয়াই ভীষণ কঠিন। সেখানে তাসকিন আহমেদ ইতিহাস গড়ে তুলেছেন ৭ উইকেট। তবে এত  বেশি উইকেট পাওয়াও নাকি তার ভাবনার সীমার বাইরে ছিলো না। 

ঢাকা ক্যাপিটাসের বিপক্ষে বৃহস্পতিবার ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। বিপিএলের ইতিহাসে যা ইতিহাস সেরা। এমনকি স্বীকৃত টি-টোয়েন্টিতে যা তৃতীয় সেরা বোলিং ফিগার। 

তাসকিন এদিন তার ৪ ওভারের প্রতি ওভারেই উইকেট তুলেছেন। প্রথম ওভারে দারুণ ডেলিভারিতে লিটন দাসকে আউট করে পরের ওভারে ফেরান তানজিদ হাসান তামিমকে। নিজের তৃতীয় ওভারে ধরেন জোড়া শিকার। একদম শেষ ওভারে তিন তিন উইকেট। 

অনুমিতভাবেই ম্যাচ সেরা হন এই ডানহাতি পেসার। পরে সংবাদ সম্মেলনে এসে বললেন অনেক বেশি উইকেট নেওয়ার ভাবনা তার মাথায় ছিলো, এমনকি ৭ উইকেট পাওয়ায়ও,  'ভাবছি (৭ উইকেট পাবেন কিনা)। আসলে না ভাবলে হতো না। হ্যাঁ, উইকেট একটু লাকেরও ফেভার হতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি প্রয়োগ হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই গুরুত্বপূর্ণ।' 

ম্যাচ শুরুর আগে দলের একজন সাপোর্ট স্টাফ তাসকিনের কাছে ৪ উইকেটের আবদার করেছিলেন, তাসকিন জানান তখনই অনেক বেশি প্রত্যাশার কথা শুনিয়েছিলেন তিন,  'আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের ম্যাসিয়ার আনোয়ার বলছি যে, "ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবে।" আমি বলেছি, "চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা , ৮ উইকেটও তো হইতে পারে।" ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুল্লিলাহ সো ফার আমি আমার পরিকল্পনা প্রয়োগ করতে পারছি এবং জিতছি। ভালো লাগছে।' 

বিপিএলের ইতিহাসে নিজের নাম তুলতে পারা বিশেষ মনে হচ্ছে তাসকিনের,  'ফাইফার তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল। কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পেয়েছি কিন্তু উইকেটের সঙ্গে ভাগ্যও লাগে পাঁচটা পেতে। আলহামদুল্লিলাহ এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএলের ইতিহাসে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও , এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট।' 

 

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago