পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে রাবির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়, পোষ্য কোটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন—'পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে', 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দালালদের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'মেধাবীদের কান্না, আর না আর না', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো', 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ' ইত্যাদি।

অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, 'পোষ্য কোটা মানেই অযোগ্যদের সুযোগ করে দেওয়া। এটা জাতির জন্য ক্ষতিকর। এরপরও পোষ্য কোটা রাখতে চাইলে দেশের দরিদ্র মানুষের সন্তানের জন্য পোষ্য কোটা রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'প্রশাসন পোষ্য কোটার সংস্কার করেছে। কিন্তু আমরা এই কোটার সংস্কার নয়, বাতিল চাই।'

এ প্রসঙ্গে জানতে চাইলে রাবির জনসংযোগ প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, 'আমি প্রশাসনিক ভবনের ভিতরে আছি। আমি আমার কাজ করছি। শুনেছি, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ঘটনা স্বাভাবিক। শিক্ষার্থীরা তাদের মতো আন্দোলন করুক। আমরা আমাদের মতো কাজ করব।'

পোষ্য কোটা বাতিলসহ শিক্ষার্থীদের অন্য দুইটি দাবি হলো—ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং দুজন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রোক্টর নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে কারণ দর্শানো।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago