বাহুবলে নির্মাণাধীন কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নির্মাণাধীন কারখানাটির টিনের ছাউনি উড়ে যায়। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের নির্মাণাধীন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন মিজান গাজী ও মাহফুজ। তারা দুজনেই কারখানার শ্রমিক। তাদের বাড়ি চাঁদপুরে।

স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই একজন প্রকৌশলীসহ দুইজন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছাউনি উড়ে যায়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকী তিনজন আকিজ গ্রুপের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

International auditors KPMG and Ernst & Young conduct asset quality reviews

1h ago