মাটির চুলার আগুনে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু
ঢাকার সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিয়া (৭) পরিবারের সঙ্গে সেখানে থাকত। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার শাঘাটা থানাধীন শিমুলতারা। তার বাবা সাইদুর রহমান একজন রিকশাচালক।
সাভারের চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের ডিউটি ম্যানেজার সবুজ মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'দুপুরে ঘরের বাইরে মাটির চুলায় রান্না করছিলেন শিশুটির মা। একপর্যায়ে চুলার আগুন পাশে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপে লাগলে মুহূর্তে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।'
তিনি আরও বলেন, 'খবর পেয়ে দুপুর ২টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।'
সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাজিব কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল পরিবারটি বাসায় গ্যাস সিলিন্ডার এনেছে। আজ দুপুরে রান্নার সময় সিলিন্ডারের পাইপে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে।'
ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Comments